ঢাকা ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু

দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মুন্সী বোরহান উদ্দিন (৫৮)। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সী বোরহান উদ্দিনের বাড়ি ফেনীর ফুলগাজী এলাকায়। ১৯৮৭ সালে কনস্টেবল হিসেবে তিনি পুলিশে যোগ দেন। কেরানীহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জিল্লুর রহিম প্রথম আলোকে বলেন, সকাল ৮টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন বোরহান উদ্দিন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ সড়কের ওপর পড়ে যান তিনি। পরে পুলিশের অন্য সদস্যরা ও স্থানীয় লোকজন ধরাধরি করে তাকে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজিয়া তাসনিন বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিফরম পরিহিত এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে সাতকানিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, বোরহান উদ্দিন দায়িত্ববান একজন পুলিশ সদস্য ছিলেন। তার মৃত্যুও হয়েছে দায়িত্ব পালনরত অবস্থায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বোরহান উদ্দিনের লাশ ফেনীতে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত