ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুরোনো চেহারায় ফিরছে ঢাকা

পুরোনো চেহারায় ফিরছে ঢাকা

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গত রোববার থেকে খুলেছে অফিস আদালত। আর গতকাল থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। গতকাল স্বাভাবিক কর্মচাঞ্চল্য দিনের সকালে অফিসগামী কর্মজীবী আর শিক্ষার্থীরা পড়েছেন বৃষ্টি বিড়ম্বনায়। বৃষ্টিতে অনেকেই ভিজে ভিজে গন্তব্যে পৌঁছেছেন। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে ঈদের পর রাজধানীতে গতকালে সবচেয়ে বেশি যানজট দেখা গেছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ফার্মগেট, আসাদগেট, সংসদ এলাকা, কলাবাগান, বিজয় সরণিসহ অনেক এলাকায় তীব্র বৃষ্টি শুরু হয়েছে। এ সময় অনেকেই বৃষ্টি থেকে বাঁচতে আশপাশের জায়গায় অবস্থান নেন। অনেকেই ছাতা ছাড়া বেরিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে গন্তব্যের গাড়ি ধরেন । এদিকে, গত ২ জুলাই অফিস আদলত খুললেও পুরো সপ্তাহজুড়েই অফিসে ছিল ঈদের আমেজ। অনেকে সরকারি ঈদের ছুটির সঙ্গে আরো কয়েক দিনের ছুটি যুক্ত করে নেন। ফলে নির্ধারিত সময়ে অফিস খুললেও অতিরিক্ত ছুটি থাকায় অনেকেই দুই থেকে তিন দিন বা এই সপ্তাহে যোগ দিচ্ছেন অফিসে। মৎস্য অধিদপ্তরে কাজ করা এক কর্মকর্তা বলেন, আমি গত এক বছরে ছুটি খুব একটা নিইনি। এবার ঈদের ছুটির সঙ্গে আরো ৫ দিন ছুটি নিয়েছিলাম। ৫ দিন পর আবার শুক্র-শনিবার ছিল সরকারি ছুটি, সে হিসেবে আজই আমার ঈদের পর কর্মদিবস। আমার মতো অনেকেই যাদের ছুটি বেশি জমা আছে প্রত্যেকেই ছুটি নিয়েছিল। খামারবাড়ি মোড়ে জমির উদ্দিন নামে এক চাকরিজীবী বলেন, ঈদের পর অতিরিক্ত ছুটি শেষে গত বৃহস্পতিবার যোগ দিয়েছি তখনো অনেকেই আসেননি। তবে আজ থেকে সব অফিসে পুরো কর্মচাঞ্চল্য থাকবে। সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে অফিসে যাচ্ছি। এই বৃষ্টিতে বেশ ভিজেছি। মেঘ ছিল না, তাই ছাতা নিয়ে বের হইনি। এ সময় অনেকেই বৃষ্টির মধ্যে যাত্রী ছাউনি থেকে দৌড়ে নিজ নিজ গন্তব্যের বাসে উঠতে দেখা যায়। গত সপ্তাহে রাজধানীজুড়ে কোনো যানজট দেখা যায়নি। গতকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে ফলে রাজধানীর সড়কগুলোতেও যানজট দেখা গেছে। ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহে অফিস খুললেও প্রথম তিন কর্ম দিবস কোনো গাড়ির চাপই ছিল না। গত বুধ ও বৃহস্পতিবার একটু সিগন্যালে অপেক্ষা করতে হয়েছে। কেননা অনেকেই এ সময় ঢাকায় ফিরেছে। পরে আবার দুই দিন ছুটি ছিল। এখন স্কুল-কলেজ খুলছে তাই চাপ একটু বেশি থাকবে। তবে আমরা কাজ করব যেন নগরবাসীর ভোগান্তি কম হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত