ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বেশি দামে কাঁচা মরিচ বিক্রি

সুপার শপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর

সুপার শপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভোক্তা অধিদপ্তর

বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করা সুপারশপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান। চিনি, কাঁচা মরিচ, আদা ও রসুনের মূল্য এবং সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সুপারশপ, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে- ৪০০ টাকার কাঁচামরিচ ৬২০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করেছে সুপার শপগুলো। তাদের এ পণ্যের দাম বাইরের বাজার প্রভাবিত করেছে। কাঁচামরিচের অস্থির বাজারে কয়েকটি সুপারশপ কাঁচামরিচ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করেছে। তিনি বলেন, এদের আজই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তিন দিনের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুপারশপগুলোর মধ্যে সর্বোচ্চ ৭৫০ টাকার ওপরে মিনা বাজার এবং ৬২০ টাকা করে স্বপ্ন কাঁচামরিচ বিক্রি করেছে। যে সময়টাতে অন্য সুপারশপগুলোতে কাঁচামরিচের দাম ছিল ৫০০ টাকার মধ্যে। ওই দিন পাইকারি বাজার থেকে ৪২০ টাকা মধ্যে কাঁচামরিচ সংগ্রহ করেছিল সুপারশপগুলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত