ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চার বিভাগে বেশি বৃষ্টির আভাস

চার বিভাগে বেশি বৃষ্টির আভাস

দেশের চার বিভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিভাগগুলোর অনেক জায়গায় (৭৬ থেকে শতভাগ অঞ্চল) বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল সকালে ঢাকায় হালকা বৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস হাওয়ায় সকালের বৃষ্টি ভোগান্তিতে ফেলে অফিস ও কর্মস্থলগামী নগরবাসীকে। সকালটা রোদে আলোকিতই ছিল। এরপর বাড়তে থাকে মেঘের আনাগোনা। সকাল ৭টা পার হলে ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়, মুছে যায় রোদের চিহ্ন। সোয়া ৭টার দিকে শুরু হয় বৃষ্টি। এরপর থেমে থেমে হালকা বৃষ্টি হয় সকাল ৮টা পর্যন্ত। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ুর লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অপর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ছাড়া অন্যান্য বিভাগে সামান্য বৃষ্টি ছিল। এ সময়ে সবচেয়ে বেশি ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়। গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। গত শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল টাঙ্গাইল ও শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ছিল কুতুবদিয়ায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত