ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে ২৫ জুলাই ‘পণ্ডিত বিহার’ নাটকের প্রদর্শনী

চট্টগ্রামে ২৫ জুলাই ‘পণ্ডিত বিহার’ নাটকের প্রদর্শনী

গ্রুপ থিয়েটার- নাট্যাধারের নতুন নাটক আহাম্মদ কবীর রচিত ও মোস্তাফা কামাল যাত্রা নির্দেশিত ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ এর উদ্বোধনী প্রদর্শনী আগামী ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকের দ্বিতীয় প্রদর্শনী মঞ্চস্থ হবে। প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ‘আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় আইন ২০১২’ রহস্যজনক কারণে ২০২৩ সালে এসেও বাস্তবায়ন হয়নি। এটি না হওয়ায় স্থানীয় জনগণের অভিমতকে উপজীব্য করে রচিত ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নাটক। নাটকটি মঞ্চায়নের মাধ্যমে চট্টগ্রামে আরো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা তুলে ধরতেই নাট্যাধার ‘পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়’ নাটকটি প্রযোজনা করছে। এছাড়াও ঐতিহ্যগত দিক থেকেও আলোচ্য বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ। কারণ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ বা চর্যাগীতগুলোর অধিকাংশই এই বিদ্যাপীঠের সিদ্ধাচার্যগণই রচনা করেছিল। যার বিষয়বস্তু ও জীবনাচরণ এর উপজিব্য হচ্ছে দেয়াং অঞ্চলের সমকালীন জীবনযাত্রা, সমাজ ও সংস্কৃতি। প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে নাটকটির প্রবেশপত্র পাওয়া যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত