সিলেট আসছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিলেট ব্যুরো
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম সংক্ষিপ্ত সফরে আজ বুধবার সিলেট আসছেন। তিনি সকাল ১০টাড ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।
সকাল সাড়ে ১১টায় সিলেট সার্কিট হাউসে বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৩টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিআরআই এবং ইয়াং বাংলা আয়োজিত লেটস টক অনুষ্ঠানে যোগদান করবেন। মন্ত্রী রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।