ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শাহজালালে ইয়াবাসহ দুই যাত্রী আটক

শাহজালালে ইয়াবাসহ দুই যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল মঙ্গলবার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

আটকরা হলেন আব্দুল মান্না খাঁন এবং নাহিদ শিকদার। তাদের কাছ থেকে পাচারের উদ্দেশ্যে বহন করা ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় এপিবিএন।

আটক দুজন যাত্রীই কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা। তারা দুজনই একই (ভিকিউ৯৩৬) ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় অবতরণ করেন। তাদের মধ্যে কোনো প্রকারের যোগাযোগের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করেছেন।

আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, আব্দুল মান্না খাঁন এবং নাহিদ শিকদার নামে দুজন যাত্রী গতকাল সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নভোএয়ারের ভিকিউ-৯৩৬ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। এ সময় আগে থেকে তৎপর থাকা এপিবিএনের গোয়েন্দা দল তাদের ভিন্ন ভিন্ন লোকেশন থেকে আটক করে।

নাহিদ শিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে এবং আব্দুল মান্নানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় যৌথভাবে ১ নম্বর আন্তর্জাতিক টার্মিনালের পার্কিং এলাকা থেকে আটক করা হয়।

যাত্রীদের এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এসময় আটক যাত্রী আব্দুল মান্নান তার প্যান্টের পকেট থেকে একটি পাউচে রাখা ৯৩৭ পিস ইয়াবা নিজ হাতে বের করে দেন। অন্যদিকে আটক যাত্রী নাহিদ শিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি অস্বীকার করেন। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনিও স্বীকার করেন যে, তার কাছে পাচারের উদ্দেশ্যে বহন করা ইয়াবা রয়েছে। এ সময় নাহিদের কাছ থেকে ১ হাজার ৪৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এর আগেও ২০২০ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানার অভিযানে অভিযুক্ত নাহিদ ইয়াবাসহ আটক হওয়ায় তার নামে মামলা চলমান রয়েছে। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি আবারও এই কাজে জড়িত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত