বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ আয়োজিত এই শোভাযাত্রা স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক সাহেদ জামান, বিভাগের সভাপতি অধ্যাপক দীলিপ কুমার মণ্ডলসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেয়।