ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ আটক দুই

ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ আটক দুই

রাজশাহীতে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরির সরঞ্জামাদিসহ দেশি বিদেশি বিভিন্ন ভুয়া দলিল-দস্তাবেজ তৈরির মূল কারিগরসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। আটকরা হলেন- রাজশাহী নগরীর পূর্ব মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে মো. আনিছুর রহমান ওরফে রেজাউল করিম এবং কোর্ট বুলনপুর এলাকার মো. রাজীব হোসেনের ছেলে মো. শেখ রেজওয়ানুল করিম ওরফে সাকিন। র‍্যাব জানায়, গত সোমবার রাতে র‍্যাব-৫ এর গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামে মো. আনিছুর রহমান ওরফে রেজাউল করিম তার বসতবাড়ীতে কতিপয় ব্যক্তিসহ জনসাধারণের সহিত প্রতারণা করার উদ্দেশ্যে ও জালিয়াতির জন্য ভুয়া সীলমোহরের সাহায্যে জাল দলিল এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রস্তুত করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে গেট খুলে পালানোর চেষ্টাকালে তাদের ঘটনাস্থলেই আটক করে। তিনি পূর্বে ২০১৩ সালে জাল-জালিয়াতির মামলায় আটক হয়েছিলেন। আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত