নারায়ণগঞ্জে পুলিশ অভিযানে আটক ৫৯
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত মঙ্গলবার দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি বিএনপি নেতাদের। অপরদিকে ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় একটি বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে আটকের পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়েছিল পুলিশ। গতকাল ভোর থেকে সাইনবোর্ড, মৌচাক মোড়, কাঁচপুর, সুলতানা কামাল ব্রিজের ঢাল, ভুলতা মোড়সহ কয়েকটি স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছিল। তল্লাশিচৌকিতে বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে। তবে এ কার্যক্রমকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দাবি করেছে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক নেতাদের মধ্যে ১০ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোহিনুর আলম, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান জাকির, পৌরসভা বিএনপির সভাপতি মো. শিমুল, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী গাজী মনির, গাজী মাসুম, ফারুক হোসেন ও হজরত আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলফাজ উদ্দিন ও সদস্য জাহিদ হোসেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, গত মঙ্গলবার রাত থেকে সকাল ১০টা পর্যন্ত পুলিশ একাধিক টিম নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করেছে। এখন পর্যন্ত অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রূপগঞ্জে ৬, সোনারগাঁয়ে ৩, সিদ্ধিরগঞ্জে ৫ ও নারায়ণগঞ্জ সদরে ১৬ নেতাকর্মী রয়েছেন। ঢাকার সমাবেশে যাতে নেতাকর্মীরা যেতে না পারে সেজন্য পুলিশের এই কার্যক্রম।
অপরদিকে ডিবি পুলিশের অভিযানে আটকের পর মুক্ত হওয়া ২৯ জনের মধ্যে ছিলেন ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান, সাবেক যুবদল নেতা সাজিদুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। ২৯ জনকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন সমাবেশকে ঘিরে পুলিশের এমন অভিযানের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তিনি বলেন, তল্লাশিচৌকি বসিয়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঢাকা যেতে বাধা দিয়েছে। বাড়ি বাড়ি পুলিশ গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাউলাউ মারমা গণমাধ্যমকে বলেন, ‘রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করছেন এমন খবরে জেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।