খুলনার বহুল আলোচিত অনুমোদন বিহীন সুন্দরবন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এছাড়া ক্লিনিকটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
র্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন লবণচরা থানার জিরো পয়েন্ট এলাকায় সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে অনিয়মের সঙ্গে পরিচালনা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের অফিসের প্রতিনিধি নিয়ে তারা সেখানে অভিযান চালান। এ সময় অনুমোদন বিহীন এই ক্লিনিকের মালিক তুষার কান্তি মন্ডলকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা-২৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক দেওয়ার পর তা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এর আগে ২০২১ সালের জুলাই মাসে খুলনা মহানগরীর সুন্দরবন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত, নবজাতক বিক্রি ও পাচার চেষ্টার অভিযোগে ক্লিনিক মালিকসহ ১০ জনকে আটক করে র্যাব।