তাঁত বোর্ডের সঙ্গে তিন প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তাঁতিদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত সহায়তা, উৎপাদিত পণ্যের সহজে বাজারজাতকরণসহ বিভিন্ন আর্থিক সেবা সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ তাঁত বোর্ডের সভাকক্ষে গত রোববার বাংলাদেশ তাঁত বোর্ড ও তিনটি পৃথক প্রতিষ্ঠানের মধ্যে আলাদা আলাদা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বাংলাদেশ তাঁত বোর্ড ও বিকাশ লিমিটেডের মধ্যে বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়িত ঋণের কিস্তি আদায় সংক্রান্ত মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের নিমিত্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে ঋণগ্রহীতা বিকাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ঋণের কিস্তি পরিশোধ করতে সক্ষম হবে। এর ফলে তাঁতিদের কিস্তি পরিশোধ সহজ হবে। তাঁতিদের সময় ও খরচ উভয়ই বাঁচবে। অনুষ্ঠানের ২য় পর্যায়ে বাংলাদেশ তাঁত বোর্ড ও ‘আমাদের বাড়ি- সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস’ এর মধ্যে তাঁতিদের প্রশিক্ষণ প্রদান বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে যশোর ও আশপাশের জেলাগুলো থেকে আগ্রহী তাঁতিরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। ‘আমাদের বাড়ি- সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সহযোগিতা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কারিগরি সহায়তার মাধ্যমে এই প্রশিক্ষণ সম্পন্ন হবে। এর ফলে যশোর অঞ্চলে তাঁতি ও তাঁত সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ে বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ জাতীয় তাঁতি সমিতি এবং ফেব্রিক লাগবে লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ফেব্রিক লাগবে লিমিটেড একটি অনলাইনভিত্তিক মার্কেট প্লেস। এখানে তাঁতিরা তাদের উৎপাদিত পণ্যের গুণগতমান প্রদর্শন ও মূল্য আপলোড করতে পারবে। এর ফলে প্রান্তিক তাঁতিরা তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুবিধা পাবে। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ তাঁত বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মো. ইউসুফ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ‘আমাদের বাড়ি- সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস’ প্রতিষ্ঠানটির সম্মানিত সভাপতি ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম. এ. রশীদ, প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ আফজালুল করিম, বিকাশ লিমিটেড-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ফেব্রিক লাগবে লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সি.ই.ও মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ তাঁত বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিকাশ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান জনাব মো. ইউসুফ আলী চুক্তি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করেন।