রংপুরে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে যৌথ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই ক্লিনিককে ৬০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভিশন স্পেশালাইজড হসপিটাল ও স্কয়ার ডায়গেনিস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালের লাইসেন্স, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষাসহ বিভিন্ন অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড ও সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ। জেলা প্রশাসনের সাথে অভিযানে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সহযোগিতা করেন র্যাব-১৩ রংপুর ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ জানান, রংপুরের ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে যেসব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ কিংবা লাইসেন্স নেই, চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে সিলগালা এবং বড় ধরনের জরিমানা করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।