শীর্ষ সন্ত্রাসী রোলেক্সসহ গ্রেপ্তার ২৬৫

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রংপুর মেট্রো পুলিশের সাঁড়াশি অভিযানে শীর্ষ সন্ত্রাসী রোলেক্সসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আরো ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। গত পাঁচ দিনে মোট ২৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। নগরীর বিভিন্ন স্থানে পঞ্চম দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি মাদকসেবী, জুয়াড়ি ওয়ারেন্টভুক্ত আসামি, কিশোর অপরাধীসহ মোট ৪৮ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় দুটি দেশীয় অস্ত্র একটি মোটরসাইকলে জব্দ করছে। পঞ্চম দিনের অভিযানে এ পর্যন্ত ২৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় সব থানায় একযোগে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৬ জুলাই ২১ (৭ জুলাই) ৫৫ এবং (৮ জুলাই) ৪৫, ৯ জুলাই ৭৭ জনকে আটক, ১০ জুলাই ৪৮, ১১ জুলাই ৩৬ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। পঞ্চম দিনের অভিযানে মধ্যরাত পর্যন্ত আটক করা হয়েছে ওয়ারন্টভুক্ত আসামিসহ মোট ৪৮ জন মাদক কারবারি, মাদকসেবী, জুয়াড়ি এবং কিশোর অপরাধী। নগরীর শাপলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, আদর্শপাড়া, শীতল বাবুর মাঠ, বড়বাড়ি চেয়ারম্যান বাড়ি মোড়, মেডিক্যাল পাকার মাথা, টক্সেটাইল ইনস্টটিউিট, আলমনগর, নাছনয়িা, বড় দরগাহ চায়না মোড়, নব্দিগঞ্জ, মাহিগঞ্জ বাজার, স্বচাষসহ মহানগর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। অপর দিকে ডিবি পুলিশের হাতে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা, হাজীরহাট, হারাগাছ, তাজহাট ও পরশুরাম থানায় একটি করে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।