ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টানা আট দিন ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে

টানা আট দিন ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে

বাংলাদেশে মোটামুটি সক্রিয় মৌসুমি বায়ুর কারণে টানা আট দিন ধরে ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৫৯ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ৩২তম স্থানে ছিল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৬৮, ১৬০ এবং ১৪৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে। ০ থেকে ৫০-এর মধ্যে একিউআই স্কোর ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়, তবে ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ১৫১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত