ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড করছে পরিবেশবিদ সোসাইটি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড’ আয়োজন করছে পরিবেশবিদের সংগঠন বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি বাংলাদেশের সকল পরিবেশ বিজ্ঞান স্নাতকদের সমন্বয়ে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত একটি জাতীয় সংগঠন।
যার নিবন্ধন নং: ১৩৬৪৩/২০২১। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২১ জুলাই আঞ্চলিক পর্যায়ে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং জাতীয় পর্যায়ে ২৯ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে ২৯ জুলাই বিকেল ৩টা থেকে সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন।