ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে রোগীদের মধ্যে চেক বিতরণ

রংপুরে রোগীদের মধ্যে চেক বিতরণ

রংপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত রংপুর অঞ্চলে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে । গত বুধবার বিকেলে নগরীর শালবনস্থ রংপুর জেলা সমাজসেবা কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন। জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. ফেরদৌস আলী চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবার অতিরিক্ত বিভাগীয় পরিচালক মো. মোশাররফ হোসেন, সমাজসেবার অন্যতম সদস্য চায়না চৌধুরীসহ সমাজসেবার আট উপজেলার উপজেলা কর্মকর্তা। অনুষ্ঠানে জানানো হয় ২০২২-২৩ অর্থ বছরে চতুর্থ কিস্তির জেলার আট উপজেলায় ২০৯ জন রোগীর মধ্যে ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হচ্ছে। এ চতুর্থ কিস্তিপ্রদানের উদ্বোধনী দিনে রংপুর সদর উপজেলা এবং সিটি করপোরেশন এলাকায় মোট ৫৮ জন রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। বাকি চেক বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে প্রদান করা হবে।

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতিটি মানুষের মৃত্যু নির্ধারিত; কিন্তু বর্তমান সরকার চান না, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত