বাসের চাপায় ছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় বাসচাপায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম। নিহত সোয়াদ মাহমুদ ফাহিম সরকারি তিতুমির কলেজের বিবিএ’র দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখী গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। টঙ্গী পুর্ব থানার দত্তপাড়া শান্তিবাগ এলকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজের যাওয়ার জন্য বাসা থেকে বের হন ফাহিম। কলেজগেট এলাকায় এসে জলসিঁড়ি পরিবহনের (ঢাকা মেট্রো-১১৫৫৯৫) একটি বাসে উঠতে যান তিনি। এসময় ওই বাসের হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এসময় ফাহিম ওই বাসের নিচে চাকায় পিষ্ট হন।পরিবারের লোকজন ফাহিমকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।