মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, মাংসে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে এখন মাংস বিদেশেও রপ্তানি করছে বাংলাদেশ। ফলে এ খাত থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। গতকাল শুক্রবার সকালে বরিশালের সার্কিট হাউজে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন। রেজাউল করিম বলেন, এই খাতের উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আরো পরিকল্পনা রয়েছে। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত সময়ে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ইলিশ মাছের চাহিদা পূরণে এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নানা প্রস্তুতি গ্রহণ করেছে। জেলেদের আর্থিক সহায়তা প্রদানসহ নদীর পানি প্রবাহমান ও গতিশীল করতে এরইমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।