৬৭ সেবা পাওয়া যাবে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
একসঙ্গে সব বিনিয়োগ সেবা নিতে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ব্যবহার করার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গত বৃহস্পতিবার রংপুরের আরডিআরএস মিলনায়তনে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। এ সময় তিনি একসঙ্গে সব বিনিয়োগসেবা নিতে বিডা ওএসএস ব্যবহার করার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতেই বিডার সহকারী পরিচালক আবু জার গিফারির উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক আরজু আরা বেগম।