গাজীপুরে ফল ব্যবসায়ী নিহত
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের হানকাটা এলাকায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম। নিহত আব্দুল মোমেন সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।