বরিশালে যাত্রীবাহী বাস ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরো চারজন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে বরিশালের বাবুগঞ্জে উপজেলার ছয়মাইলস্থ ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশাল শহরের দিকে আসা গুনগুন ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সঙ্গে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠির উদ্দেশ্যে যাওয়া ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির হেলপার (চালকের সহকারী) ও বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা মো. নাদিমের মৃত্যু হয়। অপরদিকে এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক এয়ারপোর্ট থানাধীন কলস গ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে ও ট্রলিচালক এমদাদুল হককে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ট্রলিচালক এমদাদকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত অবস্থায় চারজন চিকিৎসাধীন রয়েছে। এদিকে বাসের কোনো যাত্রী আহত হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসের চালক ও সহকারী পালিয়েছেন।