বরিশালে ছাত্রলীগের কমিটি নিয়ে তুলকালাম কাণ্ড!
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
পেছনের তারিখ দেখিয়ে বরিশাল মহানগরের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করার অভিযোগ উঠেছে সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে। এ ঘটনার পর পাল্টাপাল্টি কমিটি দেওয়া শুরু হয়েছে। এসব নিয়ে হাসিঠাট্টা করে একের পর এক ফেইসবুকে পোস্ট দিতেও দেখা গেছে বরিশালের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে। সূত্রমতে, সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা সবাই বর্তমান সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অনুসারী। আর যাদের পদবঞ্চিত করা হচ্ছে তারা সবাই বরিশাল সদর আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং সদ্য শপথগ্রহণ করা নির্বাচিত সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী। খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন দিন থেকে হঠ্যাৎ করে বরিশাল মহানগর ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পদ প্রাপ্তির দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিচ্ছেন সাদিক আব্দুল্লাহ অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। আর ফেইসবুকে এসব পোস্ট দেওয়ার পরপরই বিভিন্ন ইউনিটের পদপ্রত্যাশী প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরাও পাল্টাপাল্টি পোস্ট দিতে শুরু করেন। যা নিয়ে ঘটে তুলকালাম কাণ্ড। এ নিয়ে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন নগরবাসী।
সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ জুলাই তিন মাস মেয়াদের মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও ওই সময় কোনো ইউনিটে কমিটি গঠন করতে পারেনি নেতৃবৃন্দরা।