গাজীপুরে দুই নারী শ্রমিক নিহত
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন। নিহত রোজিনা নেত্রকোনার কেন্দুয়া থানার গণ্ডা এলাকার রুহুল আমিনের স্ত্রী। অপর শ্রমিকের নাম আশা আক্তার (২২)। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে বাইমাইল এলাকায় কাসেম ল্যাম্প কারখানায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান রোজিনা ও আশা। এ সময় গেটের বাইরে রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে তারাসহ অনেকেই অপেক্ষায় ছিলেন। একপর্যায়ে একটি পিকআপ ভ্যান রোজিনা ও আশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোজিনার মৃত্যু হয়। এ সময় আহত হন আশা। পরে স্থানীয়রা আহত আশাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশা।