ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নারীপক্ষের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে তরুণ নারী সম্মেলন

নারীপক্ষের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে তরুণ নারী সম্মেলন

গত বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্র, সাভারে নারীপক্ষের আয়োজনে তিন দিনব্যাপী তরুণ নারী সম্মেলন শুরু হয়েছে। এই তরুণ নারী সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০-এর আলোকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনে তরুণ নারীদের সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণ নারীদের অংশগ্রহণে নারী আন্দোলনকে আরো শক্তিশালী ও বিস্তৃতকরণ। এই সম্মেলনে সারা দেশ থেকে ২০০ জন তরুণ নারীসহ বিভিন্ন পর্যায়ের ৩০০ জন নারী অধিকার কর্মী অংশগ্রহণ করেন। গতকাল সম্মেলনের তৃতীয় দিন, সকাল ৯টায় সবাইকে নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। আলোচনার বিষয় ছিল ’৭১-এর যে নারীদের ভুলেছি এবং যুদ্ধ সন্তান। অধিবেশনটি সঞ্চালনা করেন নূরে মাকসুরাত সেঁজুতি, সদস্য, নারীপক্ষ। এই অধিবেশনে আলোচক হিসেবে বক্তব্য দেন ড. ফিরদৌস আজীম, সদস্য। নারীপক্ষে তিনি তার বক্তব্যে বীরাঙ্গনা ও যুদ্ধ সন্তানদের নিয়ে নারীপক্ষের উদ্যোগগুলো তুলে ধরেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত