রাবি প্রকৌশল অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, এক গবেষক ও ডিনস লিস্টভুক্ত ২২৬ জন শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। গতকাল রোববার সকালে প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়। প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর মো. তৌহিদুল ইসলাম স্বাগত বক্তৃতা দেন। এছাড়া অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষক শেখ খালেদ মোস্তাক ও অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মন্ডল এবং শিক্ষার্থীদের মধ্যে শেখ হাসিব চেরাগী ও মো. আব্দুল্লাহ আল সিয়াম তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে পুরস্কৃতদের অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, পুরস্কৃত হওয়ার সঙ্গে তাদের দায়িত্বও বেড়ে গেল। কারণ এখন সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে অন্যদেরও সামনে এগিয়ে নিতে হবে। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অন্য দেশের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে। তার অন্যতম কারণ হলো আমাদের সমন্বয়ের অভাব। তাই এই বিশ্বিবদ্যালয়কে বিশ্বমানের কাতারে পৌঁছাতে সবার ঐকান্তিক ও সুসমন্বিত কার্যক্রম একান্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই লক্ষ্য পূরণে উদ্যোগী হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সে লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীতেও তাদের সাফল্য কামনা করেন। তাদের এই অর্জন নবীনদের জন্য অনুপ্রেরণার উৎস বলেও তিনি উল্লেখ করেন।