ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে দুই দিন বন্ধ থাকবে চিকিৎসকদের চেম্বার ও অস্ত্রোপচার

রংপুরে দুই দিন বন্ধ থাকবে চিকিৎসকদের চেম্বার ও অস্ত্রোপচার

চিকিৎসক গ্রেপ্তারের ঘটনায় সারাদেশের মতো রংপুরেও দুদিন বন্ধ থাকবে চেম্বার ও অস্ত্রোপচার। কেন্দ্রীয় কমিটির নির্দেশে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। গতকাল রোববার দুপুরে নগরীর রংপুর মেডিকেল কলেজ প্রধান ফটকে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ও বিএমএর রংপুর জেলা শাখার আয়োজনে গাইনি চিকিৎসকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদন সমাবেশে সভাপতিত্ব করেন ওজিএসবি রংপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসমিন। বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মাহফুজার রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রেপ্তারকৃত চিকিৎসকদের অনতিবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত