ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মোটরসাইকেলে বাসের ধাক্কায় প্রাণ গেল নারী আইনজীবীর

মোটরসাইকেলে বাসের ধাক্কায় প্রাণ গেল নারী আইনজীবীর

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুপ্রিমকোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। তার নাম পারভিন সুলতানা। তার বাবার নাম আবুল হোসেন। আহত হয়েছেন তার ভাতিজা সাখাওয়াত হোসেন হিমেল। গতকাল রোববার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত হিমেল জানান, তারা সূত্রাপুরের মোহন দাস লেনে থাকেন। জমিসংক্রান্ত একটি মামলার জন্য সকালে ফুপু-ভাতিজা মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষে বাসায় ফেরার সময় যাত্রাবাড়ী কুতুবখালীতে হানিফ ফ্লইওভারের কিছুটা অদূরে একটি বাস পেছন থেকে তাদের বাইকে ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পারভিন সুলতানাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত