সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় ফয়ছল মাহমুদ (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় দক্ষিণ সুরমার মোগালাবাজার থানাধীন পারাইরচকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাইক আরোহী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ফয়ছল মাহমুদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে। তিনি সম্প্রতি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে সিলেটের মোগালাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিল পুলিশ। বেলা সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহী বিশিষ্ট একটি মোটরসাইকেলকে এই চেকপোস্টে থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের থামার সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়ছল মাহমুদ দৌড়ে গিয়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী চলে যান। এসময় ফয়সল গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করে মোগালাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে।