সন্ধ্যার পর বাঘ আতঙ্ক পাহারায় স্থানীয়রা

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ, বাহাদুরপুর গ্রামের বাসিন্দারা আকস্মিকভাবেই বাঘ আতঙ্কে রয়েছেন। যেকোনো সময় আক্রমণ থেকে রক্ষা পেতে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। টিলা জঙ্গলবেষ্টিত এ এলাকায় মাঝেমধ্যেই বাঘ দেখা যায়। জানা গেছে, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুইটি বাঘকে ঘুরাঘুরি করতে দেখেছেন এলাকাবাসী। ভোরে সেই বাঘগুলো মাঠ ছেড়ে পাশের জঙ্গলে চলে যায় বলে তাদের ধারণা। স্থানীয় বাসিন্দা রাহিদুল ইসলাম রনি বলেন, বড় আকৃতির বাঘগুলো কীভাবে এসেছে তা কেউ জানে না। সন্ধ্যার পর স্কুলের মাঠে শুয়ে থাকে। ভোরে চলে যায়। এগুলো সম্ভবত চিতা বাঘ হবে। এলাকাবাসী জানান, এই এলাকায় এক সময় পাহাড় জঙ্গল ছিল। আগে মানুষের বসতি ছিল না। তখন এসব এলাকায় বড় বড় বাঘ, হরিণ, হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ছিল। ধীরে ধীরে মানুষের বসতি গড়ে ওঠার কারণে এসব পশু-পাখি চলে যায়। এখনও বাহাদুরপুরের আগে কিছু জঙ্গল রয়েছে যেসব এলাকায় কিছু বন্যপ্রাণী বসবাস করে। বেশিরভাগ সময় বানরের দল খাদ্যের অভাবে লোকালয়ে এসে বসতবাড়ির ফলমূল খেয়ে চলে যায়। এখনও সন্ধ্যার সময়ে এসব এলাকায় শেয়ালের পাল নামে। তবে গত কয়েকদিন থেকে সন্ধ্যার পর দুইটি বাঘ দেখতে পাচ্ছেন স্থানীয়রা। যেকোনো সময় আক্রমণ থেকে রক্ষা পেতে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে বলে তারা জানান। স্থানীয় ইউপি সদস্য মো. আজাদ মিয়া জানান, কয়েকজন মহিলা বাঘ দেখেছেন বলে আমাকে জানিয়েছেন।