ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতার বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড সচিব, পরিচ্ছন্নতা সুপারভাইজার মশক সুপারভাইজারদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাসিকের ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। প্রধান অতিথির বক্তব্যে সরিফুল ইসলাম বাবু বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরীর পরিচ্ছন্নতা পরিবেশ, স্বাস্থ্যসেবার সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে মহানগরবাসীকে সম্পৃক্ত করে একাজ বাস্তবায়ন করতে হবে।