ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সমাধান না হলে সমাবেশের ডাক চিকিৎসকদের

সমাধান না হলে সমাবেশের ডাক চিকিৎসকদের

পাঁচ হাজার টাকা বাড়িয়ে বেতনভাতা ২৫ হাজার টাকায় উন্নীত করা হলেও তা প্রত্যাখ্যান করেছেন বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বেতনভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। এ বিষয়ে গ্রহণযোগ্য সমাধান কিংবা দাবি আদায় না হলে আগামী ২৩ জুলাই মহাসমাবেশ করার ঘোষণাও দিয়েছেন চিকিৎসকরা। গতকাল সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন তারা। অবস্থান কর্মসূচি পালনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির যে ঘোষণা এসেছে, এতে আমরা সন্তুষ্ট নই। একটি মানসম্মত বেতন কাঠামো করার দাবিতে আমরা আজও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন স্যারের সঙ্গে কথা বলেছি। বেতনভাতা বৃদ্ধির জন্য তিনি পরবর্তীতে বৈঠক করতে সম্মত হয়েছেন। তিনি চান আমাদের বেতনভাতা বৃদ্ধি হোক। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের এই নেতা বলেন, অন্য চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে। এরইমধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল স্যারের সঙ্গে কথা হয়েছে। তারাও আমাদের সঙ্গে কথা বলবেন বলেছেন। তারা সবাই আমাদের দাবির সঙ্গে একমত। গ্রহণযোগ্য সিদ্ধান্তের ঘোষণা না এলে নিজেদের পরবর্তী কর্মসূচি জানিয়ে তিনি বলেন, ভাতা বৃদ্ধির বিষয়ে আজ-কালের মধ্যে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার সম্ভাবনাও আছে। তবে শনিবারের মধ্যে যদি সুনির্দিষ্ট প্রস্তাবনা না আসে, তাহলে আগামী রোববার মহাসমাবেশের ডাক দেওয়া হবে। অন্য চিকিৎসকদের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের আমরা খোলা আহ্বান জানাব- তারা যাতে আমাদের আন্দোলনে শরিক হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত