খুলনা পাসপোর্ট অফিসে দুর্ভোগ কমাতে নির্দেশ
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, খুলনা পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের আরো কম সময়ে ও দুর্ভোগ কমিয়ে সেবা প্রদানের চেষ্টা করতে হবে। খুলনায় সম্প্রতি জনসংখ্যা বৃদ্ধির হার বাড়ছে, যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা দপ্তরকে মাঠপর্যায়ে আরো সক্রিয় হয়ে মোটিভেশনাল কার্যক্রম চালাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে অবকাঠামোগত কোনো সীমাবদ্ধ আছে কি না সে বিষয়ে প্রতিবেদন দিতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেন জেলা প্রশাসক। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ সভায় জানান, খুলনায় ডেঙ্গু জ্বরের প্রকোপ রয়েছে। খুলনা জেনারেল হাসপাতাল ও সব উপজেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এসএম বায়জীদ ইবনে আকবর জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় রয়েছে।