জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর
গত অর্থবছরে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায়
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর গত অর্থবছরে রংপুর বিভাগের ৮ জেলায় অভিযান পরিচালনা করে ১ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে। এসব অভিযানে আদায়কৃত জরিমানার অর্থ থেকে সরকারি কোষাগারের রাজস্ব খাতে জমা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। এছাড়া আদায়কৃত জরিমানার অর্থ থেকে ভোক্তা অধিকার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ৫৬ জন অভিযোগকারীকে ২ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরের বিগত
জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত সময়ে ১ বছরে বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার বিভিন্ন বাজার এবং শপিংমলে ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষণে মোট ১ হাজার ৩৮১টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।