নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর বাড়ির পাশে পুঁতে রাখার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। নিহত মানসুরা (২৮) উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের আবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী আশরাফ (৩৫) উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের জুলহাসের ছেলে। হত্যাকাণ্ডের আনুমানিক ৬/৭ দিন পর গত সোমবার রাত ১১টায় উপজেলা বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, তিন বছর আগে দুজনের বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পারিবারিক কলহের কারণে তাদের মাঝে ঝগড়া লেগেই থাকত। এই কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় পুলিশ আশরাফকে ও তার মা সেলিনাকে গ্রেপ্তার করেছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় আশরাফকে ও তার মা সেলিনাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানা গেছে। লাশের গন্ধে স্থানীয়দের দেয়া সংবাদে পুলিশ লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডটি ৬ থেকে ৭ দিন আগে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।