ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বাল্যবিয়ের আইনি ব্যবস্থা বিষয়ক সংলাপ

রংপুরে বাল্যবিয়ের আইনি ব্যবস্থা বিষয়ক সংলাপ

রংপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বাল্যবিয়ের রিপোর্টিং এবং আইনি ব্যবস্থাবিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে এবং রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) সহযোগিতায় সংলাপে প্রধান অতিথি ছিলেন রসিক মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোলোয়ারা বেগম ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফ্ফার, ব্র্যাক জেন্ডার জাস্টিস ডাইকারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার ইশরাত জাহান ইশিতা, ব্র্যাকের প্যানেল লইয়ার অ্যাডভোকেট মাসুদ গহুর, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তা, রসিক নারী ও শিশু স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ। সংলাপে কমিউনিটিতে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনার রিপোর্ট পেশকরণ, বাল্যবিবাহ রোধকল্পে সচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন আইনি ব্যবস্থা নিতে পারে সেজন্য উদ্বুদ্ধ করাই হচ্ছে এই প্রোগ্রামের উদ্দেশ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত