তামাক কোম্পানিকে সহযোগিতা না করার নীতি গ্রহণ স্টেট ইউনিভার্সিটির
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পাবলিক হেলথ ডিপার্টমেন্টের আওতায় তামাক নিয়ন্ত্রণ বিষয়ে নানা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
জনস্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল বুধবার বেলা ১১টায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ তামাকবিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্ট্রের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এক সভায় তামাক কোম্পানিকে সহযোগিতা না করার নীতি গ্রহণ করা হয়েছে।
‘জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক নীতিগুলো সুরক্ষায় গাইডলাইন গ্রহণ’ বিষয়ক সংক্ষিপ্ত ওই সভায় ফ্রেমওয়ার্ক কনভেনশান অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আর্টিকেল ৫.৩ কে সমর্থন জানিয়ে স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমীন এই ‘ কোড অব কনডাক্ট’ স্বাক্ষর করেন। আজ থেকে এই নীতি কার্যকর হবে।