বিডিইউ এবং বিডিসিসিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের মধ্যে ফোর টায়ার ক্লাউড সার্ভিস গ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’র পক্ষে রেজিস্ট্রার ড. মো. নাসির উদ্দিন এবং বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের

পক্ষে ব্যবস্থাপক (জেনারেল সিস্টেম) একেএম লতিফুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার এবং সহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও

মার্কেটিং) দোলা সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল

ইউনিভার্সিটি, বাংলাদেশ’র সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল করীর উপস্থিত ছিলেন।