বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
আর্ত মানবতার সেবায় ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাব জেলার গৌরনদী উপজেলা শাখার চতুর্থ বর্ষপূতি উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বর্ষপূতি পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবিদ হাসান।
সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম। সাধারণ সম্পাদক সোহাগ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের চেয়ারম্যান মো. খোকন মুন্সী, জেনারেল ম্যানেজার রুহুল আমিন খান, প্রধানশিক্ষক এইচএম মানিক হাসান, সুইজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা, সাংবাদিক আরিফিন রিয়াদ প্রমুখ।
শেষে সদস্যদের মধ্যে আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের সৌজন্যে উপহারকৃত নতুন টি শার্ট বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সবশেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনভর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।