গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননী এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় পুলিশ ভণ্ড ফকির ও তার সহযোগিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল। গ্রেপ্তারকৃত ভণ্ড ফকির হেলাল হাওলাদার (৪৯) সদর উপজেলার কর্নকাঠি গ্রামের আশ্রাব আলী হাওলাদারের ছেলে এবং তার সহযোগী জাফর মীরা (৪৬) নগরীর বেলতলা এলাকার ইউনুস মিয়ার বাসার ভাড়াটিয়া ও কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার লাল মীরার ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, হেলাল হাওলাদার নিজেকে ফকির দাবি করে দীর্ঘদিন থেকে ঝাড়-ফুঁক দিয়ে আসছিলেন। তার সহযোগী হিসেবে কাজ করতেন জাফর মীরা। সূত্রে আরো জানা গেছে, ওই নারীকে গুপ্তধনের সন্ধান পাওয়ার প্রলোভন দেখিয়ে গত ১৫ জুলাই বিকালে কর্নকাঠি এলাকার আমিরুল ইসলামের বাগান বাড়িতে ডেকে নেয়া হয়। সেখানে ওই নারীকে কৌশলে আসনে বসিয়ে গভীর রাতে নানা তন্ত্রমন্ত্র ও ঝাড় ফুঁকের নামে ভণ্ড ফকির হেলাল ও জাফর মীরা পালাক্রমে ধর্ষণ করে। ভোরে ওই নারীকে তার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নির্যাতিতা ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, মামলার পর অভিযান চালিয়ে গত মঙ্গলবার বিকালে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।