সরবরাহ ঘাটতির অজুহাত

সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম বেড়েছে ২০ টাকা

প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

পেঁয়াজ, কাঁচামরিচের পর এবার খুলনার বাজারে দাম বেড়েছে সবজির। সরবরাহ ঘাটতির অজুহাতে সবচেয়ে দামি সবজিতে পরিণত হয়েছে বেগুন। গত সপ্তাহে ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হওয়া বেগুনের দাম এখন ৮০ থেকে ১০০ টাকা। এছাড়া অন্যান্য সবজির দামও কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। খুলনার নিরালা, গল্লামারী, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া জোড়াকল বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় সবজির বাগান তলিয়ে গিয়ে প্রচুর সবজি নষ্ট হয়েছে। তাই বাজারে সরবরাহ কমে গেছে। খুলনার বাজারে এখন ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা, ৫০ টাকার বরবটি ৬০ থেকে ৭০ টাকা, ৫০ টাকার ঢেঁড়স ৬০ টাকায়, পেঁপে ৪০ টাকা, ৬০ টাকার ঝিঙে ৮০ টাকায়, মিষ্টি কুমড়া ৪০ টাকায়, ৬০ টাকার করলা ৮০ টাকা, ৬০ টাকার কাঁকরোল রকমভেদে ৮০ টাকা, এছাড়া কচুমুখি ৭০ টাকা, ৪০ টাকার লাউ ৫০ টাকা, ওল ৮০ টাকা, পটোল ৬০ টাকা, কুশি ৬০ থেকে ৭০ টাকা করে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

নিরালা বাজারের সবজি বিক্রেতা মো. মশিউর বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে খুলনায় উৎপাদিত সবজি এখন আর খুলনাবাসীর খাওয়ার উপায় নেই। কৃষকরা ক্ষেত থেকেই সবজি বিক্রি করে দিচ্ছেন ফড়িয়াদের কাছে। ফড়িয়ারা সেই সবজি ট্রাকে করে তিন ঘণ্টার মধ্যে রাজধানীতে পৌঁছে দিচ্ছে। ভালো দাম প্রায় কৃষক এখন আর খুলনার পাইকারি বিক্রেতাদের কাছে তাদের সবজি বিক্রি করছেন না। তারপরও যা পাওয়া যায় তা বেশি দামে কিনতে হচ্ছে। গল্লামারী বাজারের ব্যবসায়ী ইলিয়াস বলেন, খুলনার গল্লামারি বাজার টাটকা সবজির বাজার হিসেবেই পরিচিত। বটিয়াঘাটা, ডুমুরিয়াসহ আশপাশের এলাকায় উৎপাদন হওয়া সবজি সবার আগে চলে আসত গল্লামারী বাজারে। কিন্তু এখন খুলনার সবজি বাইরে চলে যাওয়ায় খুব কম সবজি জুটছে খুলনাবাসীর ভাগ্যে। বাজারে করতে আসা আসলাম হোসেন, আবু হাসান ও পিন্টু সরকার নামের কয়েকজন ক্রেতা বলেন, বাজারে এখন ভালো সবজি খুঁজে পাওয়া গেলেও তার দাম আকাশছোঁয়া।