ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাবিতে প্লাজমা ল্যাব উদ্বোধন

রাবিতে প্লাজমা ল্যাব উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্লাজমা গবেষণা ল্যাব উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ‘প্লাজমা প্রসেসড ফাঙ্কশনাল ম্যাটেরিয়ালস ল্যাব’ শীর্ষক এই গবেষণাগার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ শহীদুল আলম, ইইই বিভাগের সভাপতি অধ্যাপক মো. জহুরুল ইসলাম, বিভাগের বিশিষ্ট প্লাজমা বিশেষজ্ঞ অধ্যাপক মো. মামুনুর রশিদ তালুকদার, প্লাজমা প্রসেসড ফাঙ্কশনাল ম্যাটেরিয়ালস গবেষক অধ্যাপক মো. জাকের হোসেন, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীল আলম সাউদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপাচার্য ল্যাবের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও যন্ত্রপাতির কার্যপদ্ধতি লক্ষ্য করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ আর্থিক বরাদ্দের মাধ্যমে এই ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত