রাজধানীতে জামদানি উৎসব, চলবে ২৯ জুলাই পর্যন্ত
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে জামদানি উৎসব, চলবে ২৯ জুলাই পর্যন্ত ‘অনন্য বয়নে জামদানি উৎসব’ নামে শুরু হয়েছে আদি জামদানি প্রদর্শনী। আদি জামদানি নকশায় বোনা শাড়ি, নকশার নমুনা, প্রাকৃতিক রঙের উপকরণ, জামদানি কাপড়ে তৈরি বিভিন্ন পণ্য থাকছে এ উৎসবে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গতকাল শুরু হয়েছে এ উৎসব, চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ উৎসবে ২৫টি উন্নতমানের জামদানি শাড়ি ও অন্যান্য সামগ্রী ছাড়াও বিভিন্ন ইন্সটলেশনের মাধ্যমে উপস্থাপিত হচ্ছে বয়নপ্রক্রিয়া। পাশাপাশি জামদানির আদি নকশাকে সংরক্ষণের জন্য প্রকাশ করা হয়েছে ক্যাটালগ। এছাড়া প্রতিদিনই সন্ধ্যায় থাকছে অনুষ্ঠান। সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। জামদানি নিয়ে আমরা গর্ববোধ করি। স্বাধীনতার ৫২ বছরে এ সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে আমরা তুলে ধরতে পারিনি।