ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের বিক্ষোভ

মন্ত্রণালয়ের নির্দেশে ৬ মাসের বেতন ফেতর দেয়নি নটর ডেম কর্তৃপক্ষ

মন্ত্রণালয়ের নির্দেশে ৬ মাসের বেতন ফেতর দেয়নি নটর ডেম কর্তৃপক্ষ

মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ৬ মাসের বেতনের টাকা ফেরত না দিয়ে টালবাহানা করছে ময়মনসিংহ নটর ডেম কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্বিতীয় বারের মতো বিক্ষোভ মিছিল করে বেতন ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীতে এই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এর আগে নগরীর মাসকান্দাস্থ কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে চরপাড়া হয়ে গাঙ্গিনাপাড় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। ওই সময় কলেজের কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে এসে হুমকি-ধামকি দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি থেকে সরিয়ে নেন। এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই শিক্ষার্থীরা নটর ডেম কলেজের সামনের সড়কে বিক্ষোভ করে মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ৬ মাসের বেতনের টাকা ফেরত দেওয়ার দাবি জানায় বিক্ষোভকারিরা। শিক্ষার্থীরা জানান, তারা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। উচ্চমাধ্যমিক ২ বছরের কোর্স হওয়ায় তারা মোট ২৪ মাসের বেতন দিয়েছেন। তবে বেতন পরিশোধের পর সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে দেশের সব কলেজকে জানানো হয়েছে, করোনার কারণে চলতি উচ্চমাধ্যমিক সেশন দেরিতে শুরু হওয়ায় শিক্ষার্থীদের কাছ থেকে ১৮ মাসের বেতন আদায় করতে হবে। মন্ত্রণালয়ের এই নির্দেশনা জানার পর শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের কাছে ৬ মাসের বেতন ফেরত চাইলেও তারা টালবাহানা শুরু করে। এখন তারা আমাদের বিক্ষোভ থেকে সরাতে হুমকি-ধামকিসহ নানাভাবে ম্যানেজের চেষ্টা করছে। কিন্তু আমরা চাই সরকারের নির্দেশ মেনে সবার ৬ মাসের বেতন ফেরত দেওয়া হোক। বিক্ষোভকারী কয়েকজন শিক্ষার্থী আরো জানান, টাকা ফেরতের দাবিতে গত রোববার বিক্ষোভ করার কারণে কলেজের কয়েকজন শিক্ষক তাদের নামে মামলা করাসহ নানা ভয়-ভীতি দেখাচ্ছেন এবং আজ দুপুরে কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের চেষ্টা করলে শিক্ষকেরা হুমকি দেন। পরে শিক্ষার্থী প্রেসক্লাবের সামনে গেলে ওই শিক্ষকরা সেখানেও গিয়ে হুমকি দিয়েছেন। শিক্ষার্থীরা জানান, প্রতি মাসের বেতন ১ হাজার ৩০০ টাকা। ফলে ৬ মাসের বেতনের টাকা ফেরত পেলে অনেক শিক্ষার্থীর পরিবার উপকৃত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত