ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রংপুর জেলা রোভার স্কাউটসের ৩ হাজার চারাগাছ বিতরণ

রংপুর জেলা রোভার স্কাউটসের ৩ হাজার চারাগাছ বিতরণ

রংপুর জেলা রোভার স্কাউটসের আয়োজনে ও ব্যবস্থাপনায় গত বুধবার বিকালে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউিট এ রংপুর জেলা রোভারের আওতাধীন সবক ইউনিটের মধ্যে বৃক্ষ (চারাগাছ) রোপণ ও বিতরণ র্কাযক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদশে স্কাউটস প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মলে হক খানের নির্দেশে চলতি বছরের বৃক্ষরোপণ মৌসুমে স্কাউট সদস্যদের মাধ্যমে ৫০ লাখ চারাগাছ রোপণের নির্দেশনা বাস্তবায়নে রোভার অঞ্চলে রংপুর জেলা রোভারের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার ৩ হাজার বৃক্ষ রোপণের র্কমসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুিষ্ঠত হয়।

বৃক্ষ (চারাগাছ) রোপণ ও বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের কমিশনার। রংপুর জলো রোভারের আওতাধীন সব ইউনিটে বৃক্ষ (চারাগাছ) বিতরণ ও রোপণ র্কাযক্রম বাস্তবায়নের লক্ষ্যে রংপুর জেলা রোভারের পক্ষ থেকে সব ইউনিটের রোভার স্কাউট লিডার ও সিনিয়র রোভার মেটদের কাছে চারাগাছ হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত