নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে রিমন (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার হাজী সাহেব মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। নিহত রিমন বন্দর উপজেলার নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার মৃত কাইয়ূম মিয়ার ছেলে। এছাড়াও এ ঘটনায় আরজিদ, সাঈদ ও সিএনজি চালক মোঃ তোফাজ্জল হোসেন আহত হয়েছেন। নিহতের স্বজনরা জানায়, সকালে বন্ধুর বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল করে দুই বন্ধু নিয়ে সোনারগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। হাজী সাহেব বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে গেলে চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন।