মশার লার্ভা পেলে জরিমানা না পেলে ফুল

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ভবনে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় চার ভবন মালিককে জরিমানার পাশাপাশি লার্ভা না পাওয়ায় পাঁচ ভবন মালিককে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল নগরীর ওআর নিজাম রোড এবং গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় মশার লার্ভা পাওয়ায় চার ভবন মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, অভিযানে যেমন এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, তেমনি পরিচ্ছন্ন বাড়িও মিলেছে। মানুষ সচেতন হওয়ায় অন্যান্য অনেক এলাকার চেয়ে মশার লার্ভা খুব কম পাওয়া গেছে, বাড়িগুলোও ছিল তুলনামূলক পরিচ্ছন্ন। ৫টি নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে খুঁজেও লার্ভা পাওয়া যায়নি। তিনি বলেন, মশার লার্ভা পাওয়া চার ভবনের মালিককে জরিমানা করা হয়। পাশাপাশি লার্ভা না পাওয়ায় পাঁচ ভবন মালিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মশাবাহিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ভবনে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় চার ভবন মালিককে জরিমানার পাশাপাশি লার্ভা না পাওয়ায় পাঁচ ভবন মালিককে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গত বৃহস্পতিবার নগরীর ওআর নিজাম রোড এবং গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকায় মশার লার্ভা পাওয়ায় চার ভবন মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, গত বৃহস্পতিবার পরিচালিত অভিযানে যেমন এডিস মশার লার্ভা পাওয়া গেছে, তেমনি পরিচ্ছন্ন বাড়িও মিলেছে। মানুষ সচেতন হওয়ায় অন্যান্য অনেক এলাকার চেয়ে মশার লার্ভা খুব কম পাওয়া গেছে, বাড়িগুলোও ছিল তুলনামূলক পরিচ্ছন্ন। ৫টি নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে খুঁজেও লার্ভা পাওয়া যায়নি। তিনি বলেন, মশার লার্ভা পাওয়া চার ভবনের মালিককে জরিমানা করা হয়। পাশাপাশি লার্ভা না পাওয়ায় পাঁচ ভবন মালিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মশাবাহিত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।