ঝড়ে পড়া শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরীর ইউসফে স্কুলে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য গাড়ি উপহার দিল রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গতকাল শনিবার দুপুরে চেম্বার ভবনের সামনে গাড়ির চাবি হস্তান্তর করেন চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্টে মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। এ সময় চেম্বারের ডাইরেক্টর ও ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থতি ছিলেন। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকণরসহ দক্ষ মানবসম্পদ তৈরি করে নিজেরা স্বাবলম্বী হবেন বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।