চতুর্থ কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জে দ্বিতীয় স্থান অর্জন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) এর একদল শিক্ষার্থী গত ৪ জুলাই চতুর্থ কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭২টি দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যার মধ্যে বিএসএমআরএএইউ যথাক্রমে দ্বিতীয় ও ১১তম স্থান অধিকার করে। উল্লেখ্য যে, কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ হলো একটি শিক্ষামূলক প্রোগ্রাম যার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে তাদের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ পেয়েছে।