নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় গত শনিবার ২২ জুলাই বিশেষ অভিযান পরিচালনা করে জাকির হত্যা মামলার পলাতক আসামি জসিম ওরফে কালা জসিমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল। অপর একটি পৃথক অভিযানে শহরের বাবুরাইল এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি সবুজকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর এলাকার মৃত দেলোয়ারের পুত্র। গতকাল রোববার রাতে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বক্তাবলি উত্তর গোপালনগর এলাকা থেকে নিখোঁজের ৩৪ দিন পর বন্দর এলাকা থেকে জাকিরের লাশ উদ্ধার হয়। উক্ত ঘটনায় ২০২২ সালের ২৯ অক্টোবর নিহতের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি হত্যা মামলা (নং ২৯) দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামি জসিম ওরফে কালা জসিম (৩৮) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার একটি হত্যা মামলার পলাতক আসামি সবুজকে (৩০) জেলার সদর মডেল থানাধীন বাবুরাইল এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।